প্রকাশ হল আই লিগের সূচি।
নজরবন্দি
ব্যুরোঃ আই লিগের গোটা মরশুমের সূচি প্রকাশ হল এদিন। বেশিরভাগ ম্যাচই সপ্তাহের শেষে। কোয়েম্বাটোরে প্রথম ম্যাচে বিকেল পাঁচটায় চেন্নাই সিটি এফসি নামছে অ্যারোজের বিরুদ্ধে। পরদিন দুপুরে নেরোকার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে আই লিগ অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল।
সেদিনই বিকেলে অ্যাওয়ে ম্যাচে গোকুলাম এফসির বিরুদ্ধে খেলবে মোহনবাগান। দুই প্রধানের মধ্যে কলকাতায় প্রথম খেলবে মোহনবাগান। ৭ নভেম্বর বিকেলে প্রতিপক্ষ আইজল এফসি। ১৩ নভেম্বর বিকেলে ইস্টবেঙ্গলের প্রথম হোম ম্যাচ চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে।
এবার আই লিগে প্রথম বড় ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল। ১৬ ডিসেম্বর বিকেলে মহা ম্যাচ। সাত সপ্তাহের মাথায় ফিরতি বড় ম্যাচ। মোহনবাগানের আয়োজনে ম্যাচটি ২৭ জানুয়ারি বিকেলে। আই লিগে এবার নেই কোনও বিরতি। ২৬ অক্টোবর শুরু হয়ে মার্চের দ্বিতীয় সপ্তাহে শেষ হচ্ছে আই লিগ।
শেষ রাউন্ডের আগের রাউন্ড ১ থেকে ৩ মার্চ। ফলে সাড়ে চার মাসেরও কম সময়ে হবে ১১০টি ম্যাচ। ১৯ সপ্তাহে ২০টি করে ম্যাচ খেলতে হবে দলগুলিকে। টানা খেলার ফলে ফুটবলাররা কীভাবে চোট এড়িয়ে থাকবেন, সেটাই এখন দেখার বিষয়।