Header Ads

ধর্ষণ কাণ্ডে বিপাকে সি আর সেভেন! হারাতে পারেন স্পনসর-সাম্রাজ্য!


নজরবন্দি ব্যুরোঃ চব্বিশ ঘণ্টা আগেই তাঁকে বাদ দিয়েছিল পর্তুগাল দল জানিয়ে দিয়েছিল পরের দু'ম্যাচে দলে থাকবেন না তাদের পোস্টার বয় বার হয়তো স্পনসরও হারাতে চলেছেন তিনি তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ধর্ষণ বিতর্কে অভিযুক্ত রোনাল্ডোর জীবনে টেনশনের চোরাস্রোত চলতেই থাকল ব্রিটিশ মিডিয়ার দাবি, রোনাল্ডোর সঙ্গে চুক্তি বাতিল করতে পারে তাঁর প্রধান দুই স্পনসর নাইকি ইএ ২০০৯-তে লাস ভেগাসের হোটেলে ক্যাথরিন মায়োরগা নামক এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে সিআর সেভেনের বিরুদ্ধে। মায়োরগা কয়েক দিন আগেই দুঃখপ্রকাশ করেন। 

এক সাক্ষাত্কারে তিনি ক্ষোভে ফেটে পড়ে তদন্তের দাবি করেন। আবার জানান সেই ভয়ংকর অভিজ্ঞতার যন্ত্রণা থেকে আজও পুরোপুরি মুক্তি পাননি তিনি। লাস ভেগাস পুলিশও জানায় তারা সেই মামলার ফাইল আবার খোলা হবে। বির্তকের প্রভাব পড়তে চলেছে রোনাল্ডোর স্পনসর-সাম্রাজ্যে। বিখ্যাত কিট প্রস্তুতকারক সংস্থা নাইকির সঙ্গে রোনাল্ডোর আজীবন চুক্তি আছে। যা প্রায় বিলিয়ন পাউন্ডের। কিন্তু এই ঘটনার পর নাইকির তরফ থেকে জানানো হয়েছে তারা তদন্ত করবে। এক নাইকি মুখপাত্র বললেন, "আমরা খুবই চিন্তিত এই সমস্ত অভিযোগ নিয়ে।"
Theme images by lishenjun. Powered by Blogger.