Header Ads

কেন্দ্র আড়াই টাকা দাম কমানোর পর আবার বাড়ল তেলের দাম!


নজরবন্দি ব্যুরোঃ ফের দাম বাড়ল পেট্রল, ডিজেলের বৃহস্পতিবারই আড়াই টাকা করে লিটার প্রতি পেট্রল, ডিজেলের দাম কমিয়েছিল কেন্দ্র কিন্তু শনিবার ফের পকেটে টান কলকাতায় ১৭ পয়সা বাড়ল লিটার প্রতি পেট্রলের দাম অন্যদিকে ২৯ পয়সা বাড়ল লিটার প্রতি ডিজেলের দাম

জ্বালানি তেলের দাম টানা বৃদ্ধির পর বৃহস্পতিবার কিছুটা স্বস্তি দিয়েছিল কেন্দ্র কিন্তু সেই স্বস্তি এত তাড়াতাড়ি উধাও হয়ে যাবে তা বোধহয় ভাবতে পারেননি দেশবাসী!‌ শনিবার কলকাতায় পেট্রলের দাম ৮৩.৫২ টাকা প্রতি লিটার ডিজেলের দাম সেক্ষেত্রে ৭৫.০৯ টাকা প্রতি লিটার


রাজধানী দিল্লিতে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮১.৬৮ টাকা প্রতি লিটার লিটার প্রতি ডিজেল বিক্রি হচ্ছে ৭৩.২৪ টাকায় দিল্লিতে পেট্রলের দাম বেড়েছে লিটার প্রতি ১৮ পয়সা ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি ২৯ পয়সা
বানিজ্যনগরী মুম্বইতে পেট্রলের দাম বেড়েছে লিটার প্রতি ১৮ পয়সা ডিজেলের মূল্যবৃদ্ধি তো এখানে আকাশ ছোঁয়া বেড়েছে ৭০ পয়সা প্রতি লিটারে শনিবার মুম্বইয়ে পেট্রলের দাম ৮৭.১৭ টাকা ডিজেলের দাম হয়েছে ৭৬.৭৫ টাকা প্রতি লিটার

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.