Header Ads

গার্লফ্রেন্ডের চাহিদার চাপে চুরি, গ্রেপ্তার গুগল ইঞ্জিনিয়ার গর্বিত।

নজরবন্দি ব্যুরোঃ চুরির দায়ে গ্রেপ্তার গুগল ইঞ্জিনিয়ার গর্বিত সাহানি। ১০ হাজার টাকা চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
১১ সেপ্টেম্বর দিল্লির তাজ প্যালেসে এমএনসি-র সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের একটি কনফারেন্স হয়৷ সেখানে দৈব্যানি জৈন নামে এক মহিলার ব্যাগ থেকে ১০ হাজার টাকা চুরি যায়। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ থেকে চোরের সম্পর্কে তথ্য মেলে।


এরপরেই সূত্র ধরে অভিযুক্ত যুবক গর্বিত সাহানির বাড়িতে পৌঁছয় পুলিশ। হরিয়ানার ওই যুবক পুলিশের জেরায় অপরাধ কবুল করেছে। সে জানিয়েছে, গার্লফ্রেন্ডের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছিল সে। আর তাই এই চুরির পথ বেছে নিয়েছিল। তাকে গ্রেপ্তার করে পুলিশ৷ গর্বিতের কাছ থেকে উদ্ধার করা গেছে ৩ হাজার টাকা।
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.