Header Ads

মুকুল রায়কে গণৎকার বললেন অধীর!

নজরবন্দি ব্যুরো: মুকুল রায়কে গণৎকার বললেন চিমটি অধীর চৌধুরীর। প্রদেশ কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতি বলেছেন, ‘‘কোনও গণৎকার কি বলল তাতে কি যায় আসে।’’
মুকুল রায়কে এই বিশেষ উপাধিতে অধীর-বাবু ভূষিত করেছেন।
প্রসঙ্গত, অধীর কি বিজেপিতে যোগ দিতে পারেন? এই নিয়ে মুকুল রায়কে প্রশ্ন করা হলে তিনি ঘুরিয়ে জানান, অধীরের সঙ্গে তাঁর কথা হয়েছে। কোনওভাবেই তিনি তৃণমূলে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরবেন না।
 এর পরে তাঁর কাছে জানতে চান সাংবাদিকরা,তাহলে কি অধীর চৌধুরী শেষ অবধি বিজেপিতে যোগ দেবেন? এই প্রশ্নে মুকুলের জবাব, কংগ্রেসের যদি নির্বাচনে ভালো ফল না হয় তাহলে অধীরের কাছে কোনও বিকল্প থাকছে না।  আর মমতার বিরুদ্ধে লড়াই করতে চাইলে কোন পথে তাঁকে যেতে হবে, সেটা তিনিই ভালো করেই জানেন।
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.