এএফসি-র পুরস্কারে মনোনয়ন। আই লিগের মুকুটে জুড়লো সম্মানের নতুন পালক!
নজরবন্দি ব্যুরোঃ বিশেষ স্বীকৃতি পেল আই লিগ। এশিয়ান ফুটবল কনফেডারেশনের বেস্ট ডেভলপিং লিগ অফ দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনয়ন পেল আই লিগ।
এসপিআইএ পুরস্কারের জন্য তিনটি নামের তালিকা প্রকাশ করা হয়৷ তাতে নাম রয়েছে আই লিগের। আগামি ১৯ এবং ২০ নভেম্বর থাইল্যান্ডে রক অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। এই স্বীকৃতিতে খুশি লিগ কর্তারা। আই লিগ সিইও সুনন্দ ধর জানিয়েছেন, এই পুরস্কার কারও একার সাফল্য নয়।
এর পেছনে অবদান রয়েছে অনেকের। শুধু তাই নয়, এই খবর আই লিগ পৃষ্ঠপোষক থেকে শুরু করে ফেডারেশনের কর্তাদের লিগে অংশ গ্রহণকারী দল প্রত্যেককে উদ্বুদ্ধ করবে। একই ভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন ফেডারেশনের সচিব কুশল দাস।
এসপিআইএ পুরস্কারের জন্য তিনটি নামের তালিকা প্রকাশ করা হয়৷ তাতে নাম রয়েছে আই লিগের। আগামি ১৯ এবং ২০ নভেম্বর থাইল্যান্ডে রক অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। এই স্বীকৃতিতে খুশি লিগ কর্তারা। আই লিগ সিইও সুনন্দ ধর জানিয়েছেন, এই পুরস্কার কারও একার সাফল্য নয়।
এর পেছনে অবদান রয়েছে অনেকের। শুধু তাই নয়, এই খবর আই লিগ পৃষ্ঠপোষক থেকে শুরু করে ফেডারেশনের কর্তাদের লিগে অংশ গ্রহণকারী দল প্রত্যেককে উদ্বুদ্ধ করবে। একই ভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন ফেডারেশনের সচিব কুশল দাস।