মহাত্মা গান্ধীজির ১৪৯তম জন্মদিবস
নজরবন্দি
ব্যুরোঃ মহাত্মা গান্ধীজির ১৪৯তম জন্মদিবস পূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাজনীতিকরা।
মহাত্মার সমাধিস্থল রাজঘাটে প্রথমে পুষ্পার্ঘষ দিয়ে শ্রাদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাত্মাকে পুষ্পার্ঘ্য দেন অন্য বিজেপি নেতারাও। পরে রাজঘাটে পুষ্পার্ঘ্য দেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী,
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ কংগ্রেস নেতারা। গান্ধীজির প্রিয় রামধুন সঙ্গীতের আয়োজন করা হয়েছিল রাজঘাটে। . এই দিন থেকেই গান্ধীজির সার্ধশতবর্ষ জন্মদিবসের বছরভরব্যাপী অনুষ্ঠানের সূচনা হল।
