Header Ads

দমদমের নাগের বাজারে বোমা বিস্ফোরণ! আহত এক শিশু সহ ১০ জন ।


নজরবন্দি ব্যুরোঃ সাতসকালে কলকাতার বুকে বোমা বিস্ফোরণ নাগেরবাজারের কাজিপাড়া এলাকায় একটি দোকানে বিস্ফোরণ হয় বলে খবর সকাল 'টা নাগাদ বিস্ফোরণটি ঘটে এখনও পর্যন্ত ১০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে আহতদের মধ্যে এক শিশুও রয়েছে

এখনও পর্যন্ত জানা গিয়েছে, সকালে কাজিপাড়ার একটি বহুতলের একতলার একটি দোকানে বোমা বিস্ফোরণ হয়। সেটি একটি ফলের দোকান ছিল। তবে এও শোনা যাচ্ছে, ওই দোকানের সামনে একটা গোডাউনেই ঘটে বিস্ফোরণ। কিন্তু এনিয়ে সরকারি তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি



তবে এই বিস্ফোরণের সঙ্গে রাজনীতির যোগ রয়েছে বলে মনে করছে এলাকার তৃণমূল নেতৃত্ব। যে বিল্ডিংটি বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে, ঘটনাচক্রে সেই বিল্ডিংয়েই পুরপ্রধান পাঁচু রায়ের অফিস। ফলে স্থানীয় সমর্থকদের দাবি, তাদের নেতাকে মারার উদ্দেশ্যেই করে বিস্ফোরণটি ঘটানো হয়েছিল


Theme images by lishenjun. Powered by Blogger.