এবার বয়স্কদের জন্য নানা সুবিধার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী!
নজরবন্দি ব্যুরো: এবার থেকে বয়স্ক নাগরিকদের সম্পত্তি করে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। তাঁদের জন্য হেল্প লাইনও চালু করা হবে।
টুইটে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বয়স্কদের আলাদা করে চিকিৎসা পরিষেবা দেওয়ার চিন্তাভাবনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। জেলা হাসপাতালগুলিতে জেরিয়াট্রিক কেয়ার ইউনিট খোলার পরিকল্পনার কথাও বলেছেন তিনি।
আন্তর্জাতিক বয়স্ক দিবসে নিজের পরিকল্পনার কথা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বয়স্ক নাগরিকদের সম্পত্তি করে আগেই ১০ শতাংশ ছাড়ের কথা জানানো হয়েছিল। এবার জেলার সরকারি হাসপাতালগুলিতে বয়স্কদের জন্য আলাদা করে চিকিৎসা কেন্দ্র খোলার পরিকল্পনার কথা বলেছেন তিনি।
