'দুস্থ ও ভবঘুরে'দের মধ্যে পুজোয় অন্ন বিতরণ করবে কোবওয়েব।
রবীন্দ্রনাথ মজুমদারঃ দুর্গাপুজোয় নবমীর দিন দুস্থ ও ভবঘুরে দে মধ্যে কোচবিহার শহরের বিভিন্ন স্থানে মাংস-ভাত বন্টনের সিদ্ধান্ত নিয়েছে কোচবিহারের সংগঠন কোবওয়েব। কোবওয়েবের তরফে সায়ন্তন মুখার্জি ও দেবজ্যোতি চক্রবর্ত্তী জানিয়েছেন, আমরা পুজোয় সবাই পরিবার ও বন্ধুবান্ধবের সাথে মিলে ভালমন্দ খাওয়া দাওয়া করে থাকি। কিন্তু দুঃস্থ ও ভবঘুরেরা সেই ভাল খাবারের ভাগ পায় না।
পূর্বে নানা সামাজিক কাজে অংশগ্রহন করলেও এবার প্রথমবার কোবওয়েব তাদের সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এবছর নবমীর দিন প্রথমবারের মত শতাধিক দুস্থ ও ভবঘুরেদের মধ্যে কোচবিহারের বিভিন্ন স্থানে অন্ন বিতরণ করবে। মেনু তে থাকছে ভাত, ডাল, পাপড়, মাংস ও মিষ্টি। ইতিমধ্যে কোচবিহার সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই পরিকল্পনায় সহায়তার জন্য এগিয়ে এসেছেন। সংস্থার পক্ষ থেকে প্রোগ্রাম কো অর্ডিনেটর নিরুপম দাস পরের বছর আরো বৃহৎ ভাবে এই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিন।
পূর্বে নানা সামাজিক কাজে অংশগ্রহন করলেও এবার প্রথমবার কোবওয়েব তাদের সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এবছর নবমীর দিন প্রথমবারের মত শতাধিক দুস্থ ও ভবঘুরেদের মধ্যে কোচবিহারের বিভিন্ন স্থানে অন্ন বিতরণ করবে। মেনু তে থাকছে ভাত, ডাল, পাপড়, মাংস ও মিষ্টি। ইতিমধ্যে কোচবিহার সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই পরিকল্পনায় সহায়তার জন্য এগিয়ে এসেছেন। সংস্থার পক্ষ থেকে প্রোগ্রাম কো অর্ডিনেটর নিরুপম দাস পরের বছর আরো বৃহৎ ভাবে এই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিন।
