আধারের সঙ্গে মোবাইল নাম্বার বিচ্ছিন্ন করার নির্দেশ দিল ইউআইডিএ আই
নজরবন্দি ব্যুরোঃ সুপ্রিম কোর্টের রায়ে আধারের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্তি করার নিয়ম বাতিল হয়েছে।
নির্দেশে বলা আছে যাদের আধার এবং মোবাইল নম্বর সংযুক্তি হয়েছে সেটাও বিচ্ছিন্ন করতে হবে মোবাইল সংস্থা গুলিকে ।
ইউআইডিএ আইয়ের তরফ থেকে তাই মোবাইল সংস্থা গুলিকে ১৫ দিনের সময় দিয়ে জানানো হয়েছে যে কি ভাবে তারা এটি ডিলিংক করবেন তার সমস্ত প্ল্যান ইউআইডিএ আইয়ের কাছে জমা দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযানায়ী ।
