Header Ads

বিশ্বকাপ খেলার স্বপ্ন অধরাই থাকল ভারতের।


নজরবন্দি ব্যুরোঃ ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থাকল, অনুর্ধ্ব সতের বিশ্বকাপে ছাড়পত্র পেয়েও ভারতের যুব দলের স্বাদ পূরণ হল না,শেষ বারটা আয়োজক হিসেবে খিড়কি দিয়েই টুর্নামেন্টে প্রবেশ করতে হয়েছে এতে কথাও তো কম হয়নি
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল জিতলে সেই সব সমালোচনার যোগ্য জবাব দেওয়া যেত এই টুর্নামেন্টে এটিই একমাত্র গোল খেল ভারতীয় রক্ষণ প্রথমার্ধে ভারতীয় গোলদুর্গে আক্রমণ শানালেও কাজের কাজ হয়নি কিন্তু দ্বিতীয়ার্ধে একটা সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে কাজের কাজ করে নেয় কোরিয়া তারা ৬৮ মিনিটে একটি গোল করে যায়


ভারতীয় দলের রক্ষণাত্মক স্ট্র্যাটেজি কার্যকর হলেও এই ধরণের ম্যাচ জিততে গোল স্কোরিং অ্যাবিলিটিটাই পার্থক্য গড়ে দিল এদিকে সিনিয়র ফুটবলাররা দলের ছেলেদের এই লড়াইকে কুর্নিশও জানিয়েছেন  



Theme images by lishenjun. Powered by Blogger.