Header Ads

দক্ষিণ দিনাজপুরে অজানা জ্বরের প্রকোপে ভর্তি শতাধিক।


দক্ষিণ দিনাজপুরঃ বুনিয়াদপুর বংশীহারি ব্লকের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন  জ্বর নিয়ে  ভর্তি হচ্ছে হাসপাতালে।এখন জ্বরের রোগীর সংখ্যা বেড়ে হয়েছে শতাধিক ।এই ব্লকের বিভিন্ন এলাকা থেকে এই ভাইরাল জ্বর নিয়ে ভর্তি হয়েছে রসিদপুর হাসপাতালে।


এই হাসপাতালে মহিলা ও পুরুষ সব মিলে বেডের সংখ্যা ৩০।  হাসপাতালে একই বেডে ২ জন করে রয়েছে ,এবং বারান্দার মধ্যে নিচে রয়েছে আরও অনেক জ্বরের রুগীরা । এই ব্লকে সব থেকে জ্বরের সংখ্যা বেশি ,তার মধ্যে মহিলা পুরুষ সহ শিশুরাও রয়েছে , রসিদপুর গ্রামীণ হাসপাতালের বহির্বিভাগে জ্বরের জন্য ভিড় উপচে পড়ছে ।ম্যালেরিয়ায় ভর্তি হচ্ছে প্রচুর রুগী।



এই  হাসপাতালের ডাক্তার বাবুদের সাথে ফোনে যোগাযোগ করলে তাঁরা জানান আমাদের এই রুরাল হসপিটালে বেডের সংখ্যা খুব কম ,কিন্তু প্রতিদিন জ্বরের জন্য বহু দূরদূরান্ত থেকে মানুষ শিশুরাও ভর্তি হচ্ছে ।আমরা খুব চেষ্টা করছি যাতে  এই জ্বর সারান যায় । এমনিতেই জায়গার একটা সমস্যা। সেই কারনেই জ্বরের সংখ্যা যদি আরও বেরে যায় তাহলে অন্য জায়গাতে পাঠানো ছাড়া আর কোন উপায় থাকবে না।
Theme images by lishenjun. Powered by Blogger.