Header Ads

রাজকোট টেস্টে প্রথম ইনিংসে তিনটি শতরান ভারতের। কোহলির ২৪ তম!


নজরবন্দি ব্যুরোঃ ভারত টেস্টের দ্বিতীয় দিনটা শুরু করেছিল উইকেটে ৩৬৪ রান নিয়ে ক্রিজে ৭২ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক কোহলি ১৭ রানে ব্যাট করছিলেন ঋষভ পন্থ ইংল্যান্ডের মাঠে অভিষেক টেস্টেই চতুর্থ ইনিংসে শতরান করার পর এদিন তার পরের টেস্টেও শতরান প্রায় করেই ফেলেছিলেন তিনি
অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে তিনি দেবেন্দ্র বিশুর বলে ফ্লাইট মিস করে শতরানের থেকে মাত্র রান দূরে থেমে যান ৮৪ বলে তিনি করলেন ৯২ গোটা ইনিংসে ৮টি ৪টি মারেন তিনি এদিন কিন্তু তাঁর স্ট্রোকপ্লের সামনে ম্লান হয়ে গিয়েছে কোহলির ইনিংসও 

বিরাট কোহলি এদিন প্রত্যাশা মতোই তাঁর ২৪তম শতরান তুলে নেন ব্র্যাডম্যানের পর তিনিই সবচেয়ে কম ইনিংসে ২৪ টেস্ট শতরানে পৌঁছলেন ভারতের রান য়খন ৫৩৪ সেই সময় শেরমান লুইসের বলে দেবেন্দ্র বিশু হাতে ধরা পড়েন তিনি করে যান ১৩৯ রান


এখান থেকে পরিচিত ভঙ্গিতে তরোয়াল বাজি শুরু করেছিলেন রবীন্দ্র জাদেজা ১৩২ বলে ৫টি ৫টি মেরে তিনি শতরান পূর্ণ করেন লোয়ার অর্ডারে রবিচন্দ্রন অশ্বিন (), কূলদীপ যাদব (১২), উমেশ যাদব (২২) মহম্মদ শামিকে নিয়ে ব্যাট করে, মোটামুটি একার হাতেই ভারতের রান ৬৫০ পার করিয়ে দেন তিনি


Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.