Header Ads

কেন্দ্রের কর্মীদের হারেই বেতন রাজ্যের কর্মীদের! নয়া বেতন কাঠামো চালু হচ্ছে কবে? জানুন লাস্ট আপডেট।

নজরবন্দি ব্যুরোঃ মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারিদের মধ্যে চাপানউতোর দীর্ঘদিনের। ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকারি কর্মচারিদের দাবি মেটাবেন তিনি।
তবে মুখ্যমন্ত্রী পদে বসার পর উল্টো সুর গান। বলেন, বাম সরকারের আমলে রাজ্যের ঘাড়ে যে বিপুল ঋণের বোঝা চেপেছে তা মিটিয়ে যতটা সম্ভব ডিএ মেটানো সম্ভব ততটাই মেটাবেন তিনি।

এদিকে ডিএ-র দাবি নিয়ে আইনি লড়াইয়ে নামেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন। কলকাতা হাইকোর্ট ঘুরে সেই মামলা এখন স্যাটের বিচারাধীন। সেই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কর্মীদের কেন্দ্রীয় হারে বেতন দেওয়ার লক্ষ্যে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে একটি বেতন কমিশন গঠন করেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়। তাতে বলা হয়, কেন্দ্রীয় হারে বেতন দিতে নতুন বেতন কাঠামো চালু হতে চলেছে ২০১৯ সালের ডিসেম্বরে। নতুন সেই বেতন কাঠামোয় বেসিক পে-র ওপর ১২৫ শতাংশ ডিএ, গ্রস স্যালারির ওপর ১৫ শতাংশ বৃদ্ধি হবে৷ মোট বেতন বর্তমান বেতনের থেকে ৪০ শতাংশ বৃদ্ধি পাবে। তবে সরকারি ভাবে এখনো এবিষয়ে কোনো বিবৃতি প্রকাশ হয়নি। অভিরূপ সরকারের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি৷ তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই পোস্টের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে ডিএ প্রাপ্তি শীঘ্রই, এই আশায় বুক বেঁধেছেন রাজ্যের সরকারি কর্মচারিরা।
Theme images by lishenjun. Powered by Blogger.