Header Ads

দক্ষিণ কাশ্মীরে গেরুয়া ঝড়!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে জম্মু-কাশ্মীরে গেরুয়া ঝড়। সেখানকার পুরভোটে বিজেপির বড় জয়। বিশেষ করে দক্ষিণ কাশ্মীরে এই গেরুয়া ঝড়ের দাপট চোখে পড়বার মতন। আর এই ফলাফলকে যথেষ্ট তাৎপর্যপূর্ণই মনে করছে রাজনৈতিক রাজনৈতিক কারবারিরা।


জম্মু-কাশ্মীরে ১৩ বছর পুরসভার ভোট হল। অক্টোবরের শুরুতে নির্বাচন হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। বেলা যত বেড়েছে ততই বিজেপির সঙ্গে লড়াই বেড়েছে কংগ্রেসের।
তার মধ্যেও জম্মু নগরনিগমে কংগ্রেসকে পিছনে ফেলে দিয়েছে বিজেপি। একই সঙ্গে দক্ষিণ কাশ্মীরের চারটি জেলায়। অনন্তনাগ, কুলগাম, পুলওয়ামা ও সোপিয়ান, এই চার জেলায় বিজেপি চারটি পুরসভা দখলের পথে। ১৩২ টি ওয়ার্ডের মধ্যে ৫৩টিতে জিতে গিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এই চার জেলা মূলত জঙ্গি দের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

Theme images by lishenjun. Powered by Blogger.