Header Ads

বাঁদরের আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের। থানায় অভিযোগ দায়ের বাঁদর দলের বিরুদ্ধে।

নজরবন্দি ব্যুরোঃ হোমের জন্য শুকনো কাঠ যোগাড় করতে গিয়েছিলেন এক বৃদ্ধ। সে সময় বাঁদরের দলের ছোঁড়া ইটের ঘায়ে মৃত্যু হল তার। মর্মান্তিক ঘটনাটি উত্তরপ্রদেশের বাগপতের।


শুকনো কাঠ কুড়োতে একটি পুরনো বাড়ির কাছে গিয়েছিলেন বাহাত্তর বছরের বৃদ্ধ ধরমপাল সিং। তখন হঠাৎ গাছের ওপর থেকে বাঁদরের দল ইট ছুঁড়তে শুরু করে। ধরমপাল দৌড় লাগালে পেছনে তেড়ে আসে বাঁদরেরা।  মাথায় ও বুকে গুরুতর আঘাত নিয়ে বাড়ির উঠোনে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় ধরমপালের। এদিকে মৃতের পরিবার বাঁদরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও সেই অভিযোগ নিতে নারাজ পুলিশ।
Theme images by lishenjun. Powered by Blogger.