Header Ads

প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় কাউন্সিলরকে মেরে হাসপাতালে পাঠালো দুষ্কৃতীরা।

নজরবন্দি ব্যুরোঃ দুর্গা পুজোর প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় ফের অপ্রীতিকর ঘটনা ঘটলো৷ ব্যারাকপুর চিড়িয়া মোড়ে কাউন্সিলর শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়কে নিরঞ্জনের শোভাযাত্রায় একদল দুষ্কৃতী বেধড়ক মারধোর করে বলে অভিযোগ।


গতকাল রাতে ব্যারাকপুর চিড়িয়ামোড়ে একটি প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন মহিলারাও। সেই সময় একদল মদ্যপ দুষ্কৃতী মহিলাদের কটুক্তি করে। প্রতিবাদ করলে শুভ্রকান্তি বাবু ও তার সঙ্গে থাকা একাধিক ব্যক্তিকে মারধোর করে দুষ্কৃতীরা, অভিযোগ। আহতদের ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ ঘটনায় টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একজন দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। বাকিদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
Theme images by lishenjun. Powered by Blogger.