Header Ads

অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ নয়, জানালো রেল।

নজরবন্দি ব্যুরোঃ অমৃতসরের ধোবিঘাট এলাকায় রাবন দহন উৎসব দেখতে গিয়ে রেলে কাটা পড়ে মৃতদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না, জানিয়ে দেওয়া হল রেলের তরফে।


গতকাল অমৃতসর ও মানওয়ালার মাঝে ২৭ নম্বর রেলগেটের কাছে রেল লাইনের ওপর দাঁড়িয়ে দশেরা অনুষ্ঠান দেখছিলেন মানুষ। সেই সময় আপ ও ডাউন দুদিক থেকে ট্রেন আসায় সরার সুযোগ পাননি কেউ। প্রায় ৬০ জন কাটা পড়েন রেলে।

এরপরেই ঘটনায় মৃত ১৩ বছরের এক বালকের পরিবার রেলের কাছে ক্ষতিপূরণ দাবি করে। রেলের তরফে তা একেবারে নাকচ করে বলা হয়, এতে রেলের কোনো গাফিলতি নেই। ট্রেনের গতি যতটা হওয়া উচিৎ সেই গতিতেই যাচ্ছিল ট্রেনটি। রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা জানান, যেহেতু রেলের কোনো ত্রুটি এই ঘটনায় নেই তাই রেল কোনো ক্ষতিপূরণ দেবে না। এমনকি কোনো তদন্তও করবে না রেল।
Theme images by lishenjun. Powered by Blogger.