সিপি আই(এম) এর বইয়ের স্টলে হামলা তৃণমূলের!
নজরবন্দি ব্যুরো: সিপি আই(এম) এর একটি বইয়ের স্টল ভেঙে দিল তৃণমূল বাহিনী। ঘটনাটি ঘটেছে কলকাতার বেলেঘাটা এলাকায়।
কলকাতা জুড়ে এবছর শারদোৎসব পর্বে প্রায় ১০৫ টি বই এর স্টল দেয় রাজ্য সি পি আই (এম)। এই বুক স্টল শুরু হওয়ার সাথে সাথে কিংবা আগে থেকে আক্রমণ নেমে আসে বিভিন্ন এলাকায়। ভবানীপুরে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি'র বাড়ির উল্টোদিকের স্টল করতে বাধা দেয় প্রশাসন। এরপর ৬৮ নং ওয়ার্ডে কর্ণফিল্ড রোডের স্টলটি পুলিশের বিরুদ্ধে বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে।
আবার নতুন করে তৃণমূলীরা পুলিশকে সাথে নিয়ে সরাসরি আক্রমণে নামলো বেলেঘাটা এলাকায়।
সি পি আই (এম) বেলেঘাটা-১ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত (বেলেঘাটা সি আই টি মোড় সংলগ্ন) বুক স্টলটি গতকাল সন্ধ্যায় তৃণমূলের দুষ্কৃতীরা ভেঙে গুঁড়িয়ে দেয়। প্রয়োজনীয় অনুমতি নেওয়া সত্বেও কেন এই স্টল ভেঙে দিল তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
কলকাতা জুড়ে এবছর শারদোৎসব পর্বে প্রায় ১০৫ টি বই এর স্টল দেয় রাজ্য সি পি আই (এম)। এই বুক স্টল শুরু হওয়ার সাথে সাথে কিংবা আগে থেকে আক্রমণ নেমে আসে বিভিন্ন এলাকায়। ভবানীপুরে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি'র বাড়ির উল্টোদিকের স্টল করতে বাধা দেয় প্রশাসন। এরপর ৬৮ নং ওয়ার্ডে কর্ণফিল্ড রোডের স্টলটি পুলিশের বিরুদ্ধে বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে।
আবার নতুন করে তৃণমূলীরা পুলিশকে সাথে নিয়ে সরাসরি আক্রমণে নামলো বেলেঘাটা এলাকায়।
সি পি আই (এম) বেলেঘাটা-১ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত (বেলেঘাটা সি আই টি মোড় সংলগ্ন) বুক স্টলটি গতকাল সন্ধ্যায় তৃণমূলের দুষ্কৃতীরা ভেঙে গুঁড়িয়ে দেয়। প্রয়োজনীয় অনুমতি নেওয়া সত্বেও কেন এই স্টল ভেঙে দিল তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।