Header Ads

কলকাতায় ১০৫ বুকস্টল সিপিআই(এম) এর।

নজরবন্দি ব্যুরো: রাজ্যের একাধিক পুজো প্যান্ডেলের বাইরে বামফ্রন্টের বুকস্টল। বাঁশের খুঁটি ও লাল কাপড়ে মোড়া প্যান্ডেলে বসে থাকা বিভিন্ন বয়সের বাম মনস্ক মানুষ গুলো আগত দর্শনার্থীদের মার্কসীয় আদর্শ কিংবা গণআন্দোলন কি সেই সব বোঝাতে ব্যস্ত। বহু বছর ধরে পরিচিত এই দৃশ্যেই দেখতে অভ্যস্ত হয়েছে বাংলার মানুষ।

সিপিআই(এম) এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের দেওয়া তথ্য অনুসারে,  চতুর্থী থেকেই চালু হয়ে গিয়েছে বুকস্টলগুলি। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত কলকাতা-জুড়ে চালু থাকবে প্রায় শতাধিক বুকস্টল। এখনও পর্যন্ত সংখ্যাটা ১০৫ এর কাছাকাছি। সব-স্টলগুলিই উদ্বোধন করেছেন বাম নেতারাই।

Theme images by lishenjun. Powered by Blogger.