মৃত নিরাপত্তারক্ষীর বাড়িতে এসে পাশে থাকার আশ্বাস মন্ত্রী শুভেন্দু অধিকারীর।
নজরবন্দি ব্যুরো: শনিবার পুলিশ ব্যারাকে মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর। সোমবার রাতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
গতকাল মৃত শুভব্রতর বাড়িতে আসেন শুভেন্দু। তাঁর পরিবারের সঙ্গে বেশকিছুটা সময় কাটান তিনি। কিন্তু ওর এই অকাল প্রয়াণে শোক-স্তব্ধ পুরো পরিবার। মৃত শুভব্রত বাবা-মা ছোট ছেলেকে হারিয়ে বাক্যহারা।
মন্ত্রী শুভেন্দু তাঁদের জানান, " শুভকে ফিরিয়ে দিতে পারবো না আমি, তবে আপনাদের পাশে সব সময়ই থাকবো।"
এদিন বিকেলে মন্ত্রী আসার খবর পেয়েই এলাকার মানুষ এসে ভিড় করেন শুভব্রতর বাড়িতে। সেখানে মুখে কেউ কিছু না বললেও শুভব্রতর মৃত্যু সম্পর্কে প্রকৃত সত্য উদঘাটনের দাবী ছিল সবার মুখে।
গতকাল মৃত শুভব্রতর বাড়িতে আসেন শুভেন্দু। তাঁর পরিবারের সঙ্গে বেশকিছুটা সময় কাটান তিনি। কিন্তু ওর এই অকাল প্রয়াণে শোক-স্তব্ধ পুরো পরিবার। মৃত শুভব্রত বাবা-মা ছোট ছেলেকে হারিয়ে বাক্যহারা।
মন্ত্রী শুভেন্দু তাঁদের জানান, " শুভকে ফিরিয়ে দিতে পারবো না আমি, তবে আপনাদের পাশে সব সময়ই থাকবো।"
এদিন বিকেলে মন্ত্রী আসার খবর পেয়েই এলাকার মানুষ এসে ভিড় করেন শুভব্রতর বাড়িতে। সেখানে মুখে কেউ কিছু না বললেও শুভব্রতর মৃত্যু সম্পর্কে প্রকৃত সত্য উদঘাটনের দাবী ছিল সবার মুখে।