অবাধ মদের লাইসেন্সের প্রতিবাদে আন্দোলনের পথে কংগ্রেস!
নজরবন্দি ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মদের ব্যবসার অবাধ ছাড়পত্রের ঘোষণার পর ক্ষোভে ফুঁসছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল গুলি। আর তার প্রতিবাদে আগামী দিনে রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলনে নামতে চলেছে কংগ্রেসের সংখ্যালঘু সেল।
কোষাগার ভরাতে বাংলায় অবাধ মদের দোকানের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু এর ফলে সমাজের ভারসাম্য নষ্ট হবে বলে মনে করে কংগ্রেস। কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা বিধায়ক মিল্টন রশিদ বলেন, ‘‘পুজোর পরই জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচী নেওয়া হবে।’’ এই ইস্যুতে বিধানসভায় সরব হওয়ার পাশাপাশি আইনী পদক্ষেপে কংগ্রেস যাবে বলে জানিয়েছেন তিনি।
কোষাগার ভরাতে বাংলায় অবাধ মদের দোকানের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু এর ফলে সমাজের ভারসাম্য নষ্ট হবে বলে মনে করে কংগ্রেস। কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা বিধায়ক মিল্টন রশিদ বলেন, ‘‘পুজোর পরই জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচী নেওয়া হবে।’’ এই ইস্যুতে বিধানসভায় সরব হওয়ার পাশাপাশি আইনী পদক্ষেপে কংগ্রেস যাবে বলে জানিয়েছেন তিনি।