দশেরা উৎসব দেখতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বীভৎস মৃত্যু ৫০ জনের। আশঙ্কাজনক অবস্থা ২০০ জনের।
নজরবন্দি ব্যুরোঃ ভয়াবহ দুর্ঘটনা অমৃতসরে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ৫০ জনের। চরম আশঙ্কাজনক অবস্থা ২০০ জনের।
অমৃতসরে রেল লাইনের ওপর দাঁড়িয়ে দশেরা উৎসবে রাবন দহন দেখছিলেন মানুষ। সেই সময় আপ ও ডাউন দুই লাইনের ট্রেন চলে আসে হাওড়া অমৃতসর এক্সপ্রেস ও ডিএমইউ ট্রেন। এর ফলে সরার সুযোগ পাননি কেউই। একসাথে কাটা পড়েন প্রায় ২০০ জন। এদের মধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। মৃত্যুর আশঙ্কা ২০০ জনের। রেল লাইনের ৫০-১০০ মিটার দূরত্বে পড়ে রয়েছে মৃতদেহ।
অমৃতসরে রেল লাইনের ওপর দাঁড়িয়ে দশেরা উৎসবে রাবন দহন দেখছিলেন মানুষ। সেই সময় আপ ও ডাউন দুই লাইনের ট্রেন চলে আসে হাওড়া অমৃতসর এক্সপ্রেস ও ডিএমইউ ট্রেন। এর ফলে সরার সুযোগ পাননি কেউই। একসাথে কাটা পড়েন প্রায় ২০০ জন। এদের মধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। মৃত্যুর আশঙ্কা ২০০ জনের। রেল লাইনের ৫০-১০০ মিটার দূরত্বে পড়ে রয়েছে মৃতদেহ।