Header Ads

অমৃতসরে বীভৎস ট্রেন দুর্ঘটনা, একদিনের শোক পালন গোটা রাজ্যে।


নজরবন্দি ব্যুরোঃ অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ৬০ জনের। আশঙ্কাজনক অবস্থা আরো প্রায় ৭০ জনের। এই কারণে পাঞ্জাবে একদিনের শোক পালনের কথা ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।


আজ পাঞ্জাবের সমস্ত স্কুল-কলেজ ও দপ্তর বন্ধ থাকবে। নির্দেশ মুখ্যমন্ত্রীর। গতকাল অমৃতসর ও মানওয়ালার মাঝে ২৭ নম্বর রেল গেটের কাছে দশেরা উৎসবে রাবন দহন দেখছিলেন সাধারণ মানুষ। তখনই আপ ও ডাউন লাইনে ট্রেন চলে আসায় রেলে কাটা পড়েন কমপক্ষে ৬০ জন। এই মর্মান্তিক ঘটনায় আজ গোটা পাঞ্জাবে একদিনের শোক পালন করা হবে।
Theme images by lishenjun. Powered by Blogger.