অমৃতসরে বীভৎস ট্রেন দুর্ঘটনা, একদিনের শোক পালন গোটা রাজ্যে।
আজ পাঞ্জাবের সমস্ত স্কুল-কলেজ ও দপ্তর বন্ধ থাকবে। নির্দেশ মুখ্যমন্ত্রীর। গতকাল অমৃতসর ও মানওয়ালার মাঝে ২৭ নম্বর রেল গেটের কাছে দশেরা উৎসবে রাবন দহন দেখছিলেন সাধারণ মানুষ। তখনই আপ ও ডাউন লাইনে ট্রেন চলে আসায় রেলে কাটা পড়েন কমপক্ষে ৬০ জন। এই মর্মান্তিক ঘটনায় আজ গোটা পাঞ্জাবে একদিনের শোক পালন করা হবে।