Header Ads

পুজোর আগে ৬০ হাজার টাকা বোনাস পাবেন কোল ইন্ডিয়া কর্মচারীরা, ঘোষনা সংস্থার।

নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগে কর্মচারীদের জন্য বিশেষ ঘোষনা করলো কোল ইন্ডিয়া। সংস্থার ২ লক্ষ ৯০ হাজার কর্মচারীরকে মোট ১৫০০-১৬০০ কোটি টাকা বোনাস দেওয়ার কথা জানালেন কোল ইন্ডিয়া লিমিটেড এর ডিরেক্টর আর পি শ্রীবাস্তব।
নন এক্সিকিউটিভ ক্যাডার কর্মচারীদের প্রত্যেককে ৬০,৫০০ টাকা বোনাস দেওয়ার কথা স্বীকার করেছে দ্য স্ট্যান্ডার্ড কমিটি অফ জেবিসিসিআই। এই বাবদ খরচ হবে মোট ১৫০০ থেকে ১৬০০ কোটি টাকা। কোল ইন্ডিয়া লিমিটেড-এর কর্মচারীদের আগামি ১২ অক্টোবরের মধ্যে এই বোনাস দেওয়া হবে। সিঙ্গারেনী কোলারিজ কোম্পানি লিমিটেড এবং অন্যান্য গভর্নমেন্ট অধিকৃত কোল মাইনের ক্ষেত্রে কোম্পানি সিদ্ধান্ত নেবে কবে এই বোনাস তুলে দেওয়া হবে কর্মচারীদের হাতে।
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.