এসএফআই নেত্রীর পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন, নিরুদ্দেশ বেশকিছু অভিযুক্ত নেতা!
নজরবন্দি ব্যুরো: এস এফ আই নেত্রী সুকৃতি আশকে আজ শিলিগুড়ি আদালতে এনে পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানাল প্রশাসন। অন্যদিকে গ্রেপ্তারি এড়াতে নিরুদ্দেশ হলেন আর এক বাম কাউন্সিলরসহ অভিযুক্ত একাধিক নেতারা।
গত ২৪ সেপ্টেম্বর দাড়িভিটে গুলিতে দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে শিলিগুড়িতে বামেদের মিছিল থেকে কুশ-পুতুল পোড়ানোর চেষ্টা হলে বাধা দেয় পুলিশ। অভিযোগ, সেই সময়ে কুশ-পুতুল দাহর জন্য আনা কেরোসিন পুলিশের দিকে লক্ষ্য করে ছুঁড়ে দেয় সুকৃতি ও অন্য নেতারা।
এমটাই অভিযোগ প্রশাসনের। আর এই ঘটনায় এক মেয়র পারিষদসহ বেশকিছু এস এফ আই নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গতকাল হাওড়া থেকে গ্রেপ্তার করা হয় সুকৃতিকে। আজ তাকে শিলিগুড়ি আদালতে হাজির করানো হয় বলে জানা গিয়েছে