এই রাজ্যে কোথায় বিরোধী? রাস্তায় তো উন্নয়ন দাঁড়িয়ে: অনুব্রত মণ্ডল
নজরবন্দি ব্যুরো: কোথায় বিরোধী, দূরবীন দিয়ে তো দেখতে হয় তাদের! খুঁজে পাওয়া যায় না।
কোথায় কমরেডরা? কোথায় কংগ্রেস? কোথায় বিজেপি? কেউ তো নেইে এখানে। এই কথা বললেন, বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
বৃহস্পতিবার বোলপুরের কালিকাপুরে দুর্গা মন্দিরের উদ্বোধন করার পর অনুব্রত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "কোথায় বিরোধী, দূরবীন দিয়ে তো দেখতে হয় তাদের। খুঁজে পাওয়া যায় না তো।" তারপর নিজের উত্তর দেন কেন বিরোধীদের দেখতে পাওয়া যাচ্ছে না। তাঁর বক্তব্য, কি করে ময়দানে লড়াইয়ে থাকবে বিরোধীরা? চারদিকে এত উন্নয়ন, এখন উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে আছে।