চড় মেরে প্যান্টে প্রস্রাব করানোর হুঁশিয়ারি সরকারি আধিকারিককে। অশালীন বিজেপি বিধায়ক।
নজরবন্দি ব্যুরোঃ সরকারি আধিকারিককে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে বিজেপি বিধায়ক। এক সরকারি আধিকারিককে চড় মেরে প্যান্টে প্রস্রাব করিয়ে দেওয়ার হুমকি দেন বিজেপির বিধায়ক ভবানী সিং রাজওয়াত।
বুধবার রাজস্থানের কোটায় একটি মান্ডিতে ডালের প্রক্রিয়াকরণ তদারকিতে গিয়েছিলেন লাদপুরার বিজেপি বিধায়ক রাজওয়াত। সেখানে গিয়ে চাষিদের কাছে জানতে পারেন, মান্ডিতে আসা ১,১১,০০০ কুইন্টাল ডালের মধ্যে মাত্র ১০০ কুইন্টাল প্রক্রিয়াকরণ হয়েছে। এরপরেই তিনি তলব করেন রাজস্থান স্টেট কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন লিমিটেডের ডেপুটি রেজিস্টার পানওয়ারকে। তাকে বলেন, "একটা চড় মারলে প্যান্টে প্রস্রাব করে ফেলবে। ডালের প্রক্রিয়াকরণে এত দেরি কেন হচ্ছে? চাষিদের কথা কেন ভাবছো না তুমি?"
এদিকে রাজওয়াতের এই কথায় সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। একজন সরকারি আধিকারিককে এরকম অশালীন ভাষায় আক্রমণ কি আদৌ রুচিশীলতার পরিচয়? প্রশ্ন তুলছেন রাজনৈতিক থেকে শুরু করে বুদ্ধিজীবি মহল।
বুধবার রাজস্থানের কোটায় একটি মান্ডিতে ডালের প্রক্রিয়াকরণ তদারকিতে গিয়েছিলেন লাদপুরার বিজেপি বিধায়ক রাজওয়াত। সেখানে গিয়ে চাষিদের কাছে জানতে পারেন, মান্ডিতে আসা ১,১১,০০০ কুইন্টাল ডালের মধ্যে মাত্র ১০০ কুইন্টাল প্রক্রিয়াকরণ হয়েছে। এরপরেই তিনি তলব করেন রাজস্থান স্টেট কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন লিমিটেডের ডেপুটি রেজিস্টার পানওয়ারকে। তাকে বলেন, "একটা চড় মারলে প্যান্টে প্রস্রাব করে ফেলবে। ডালের প্রক্রিয়াকরণে এত দেরি কেন হচ্ছে? চাষিদের কথা কেন ভাবছো না তুমি?"
এদিকে রাজওয়াতের এই কথায় সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। একজন সরকারি আধিকারিককে এরকম অশালীন ভাষায় আক্রমণ কি আদৌ রুচিশীলতার পরিচয়? প্রশ্ন তুলছেন রাজনৈতিক থেকে শুরু করে বুদ্ধিজীবি মহল।
