সাংবাদিক বৈঠকে তনুশ্রীকে নিয়ে যা বললেন রাখি শুনলে চমকে যাবেন!
নজরবন্দি ব্যুরোঃ সাংবাদিক বৈঠক ডেকে, একগলা ঘোমটা টেনে, নিজের অসহায়তার বিবৃতি দিচ্ছেন রাখি। নেমেছেন পাল্টা মানহানির খেলায়।
এবং এখানেও টেনে এনেছেন তাঁর আগে বলা ড্রাগ ব্যবহারের কথা। "এক সময়ে আমি আর তনুশ্রী খুবই ভালো বন্ধু ছিলাম, বছর ১২ টিকেছিল আমাদের বন্ধুত্ব। সে সময়ে ও প্রায় রোজ রাতে রেভ পার্টিতে যেত, ড্রাগ খেয়ে নেশা করত, আমাকেও জোর করে খাওয়াত! তার পর আমার ব্যক্তিগত অঙ্গে হাত দিত। এখানেই থেমে থাকেনি, লেসবিয়ান তনুশ্রী আমায় ড্রাগ খাইয়ে একাধিকবার ধর্ষণ করেছে",
দাবি রাখির।
ভিডিও টি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন
