আবার বলিউডে পরম।
নজরবন্দি ব্যুরোঃ সামনের মাসের মাঝামাঝি থেকে আবার একটি হিন্দি সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে যাবেন পরমব্রত।
'মাসান', 'নিউটন'-এর মতো সিনেমার প্রযোজক সংস্থার ব্যানারে সীমা পাহয়ারের সিনেমায় দেখা যাবে তাঁকে। এই ছবিতেই নাকি থাকবেন নাসিরুদ্দিন শাহ, কঙ্কনা সেনশর্মা, বিনয় পাঠক, রঘুবীর যাদব, বিক্রান্ত ম্যাসের মতো বড় মাপের অভিনেতারা।
