Header Ads

গেরুয়া শিবিরে বাড়ছে সংখ্যালঘু মুখ!মমতার স্নেহধন্য নেতা এখন বিজেপিতে!


নজরবন্দি ব্যুরো: তখন সবে সিঙ্গুরজুড়ে আন্দোলনের তোড়জোড় চলছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন মঞ্চে সেদিন যে কাসেমকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল, সেই কাসেম আর তৃণমূলে সৈনিক নয় এখন। মমতার হাত ছেড়ে কাসেম আলি এখন মুকুলের দলের হাত ধরেছেন। আর তাই কাসেম এখন বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্পাদক।

মমতার দলের সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন মুকুল রায়। ফলে দলে তাঁর প্রভাব-প্রতিপত্তি ছিল প্রায় মমতার কাছাকাছি। নিজের হাতে তৃণমূলের সংগঠনকে তিনি ধরে রেখেছিলেন। ব্লকের শুধু নয়, গ্রাম স্তরের প্রতিটি নেতাকে তিনি নামে নামে চিনতেন। এহেন মুকুল রায় দল ছাড়ের পর তৃণমূলের এক অংশ যে বিজেপির দিকে ঢলবে, সেটাই স্বাভাবিক। আর তাই ক্রমেই কাসেমদের মতো অনেক সংখ্যালঘু নেতা এখন বিজেপিতে।

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.