কেষ্টর গড় থেকে রথে চড়বেন অমিত শাহ!
নজরবন্দি ব্যুরো: যদি সবকিছু ঠিকঠাক চলে, তবে ডিসেম্বরের ৭ তারিখ অনুব্রত মণ্ডলের গড় বীরভূম খেকে রথে বসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
বিজেপির রথযাত্রা কর্মসূচী অনেক আগেই তৈরি হয়ে গিয়েছিল। তারাপীঠ থেকে এখন অমিত শাহের রথে চাপা সময়ের অপেক্ষা মাত্র। তবে রথে কে কে থাকছেন, তা এখনও পরিষ্কার নয়। যা খবর, শুধু অমিত শাহই নয়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় থাকতে পারেন।