শিক্ষায় মেয়েদের এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী মুখ্যমন্ত্রী, ধূপগুড়িতে তৈরি হল গার্লস কলেজ।
নজরবন্দি ব্যুরো: এই রাজ্যে শিক্ষায় মেয়েদের এগিয়ে নিয়ে যেতে সবসময়ই উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাসিন্দাদের দাবি মেনে ধূপগুড়িতে তৈরি হয়েছে গার্লস কলেজ। কলেজ তৈরিতে খরচ হয়েছে মোটামুটি ছ'কোটি টাকার কাছাকাছি। নিরাপত্তার কথা ভেবে কলেজ লাগানো হয়েছে সিসি ক্যামেরা।
জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লক ছাড়াও ফালাকাটা , ময়নাগুড়ি , নাগরাকাটা ব্লকের ছাত্র-ছাত্রীদের নির্ভর করতে হত সুকান্ত মহাবিদ্যালয়ের উপর। এর ফলে ছাত্র-ছাত্রীদের চাপ বাড়তে থাকে এই কলেজের উপর। বাধ্য হয়ে বেশি পড়ুয়া ভর্তি নিতে হত কর্তৃপক্ষকে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের পড়ুয়া ভর্তি নিয়ে সমস্যা তৈরি হয়। ২০১২ সালে জেলা সফরে গিয়ে মালবাজারের টিয়াবনে সরকারি অনুষ্ঠানে আরও একটি কলেজ তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মেয়েদের জন্য গার্লস কলেজ তৈরির ঘোষণাও করেন। ২০১৩ সালে নতুন কলেজ তৈরির কাজ শুরু করে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। আর প্রায় এক বছরের মধ্যেই শেষ হয় কাজ। শুরু হয় ছাত্রী ভর্তির প্রক্রিয়া।
