আগুন নিয়ন্ত্রণে, সমস্যা এখন ধোঁয়া।
নজরবন্দি ব্যুরো: ক্যালকাটা মেডিক্যাল কলেজের আগুন নিয়ন্ত্রণে। কিন্তু তবু আতঙ্ক কাটছে না। সপ্তাহ দুয়েক আগেই কলকাতা প্রত্যক্ষ করেছিল বাগড়ি মার্কেটে অগ্নিকাণ্ডের ছবি।
সেই আতঙ্ক এখনও ভুলতে পারেনি রাজ্যবাসী। এমনই এক পরিস্থিতিতে পুজোর ঠিক আগেই বুধবার শহরের বুকে আরও এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। এই ঘটনা যে আরও মারাত্মক হতে পারত তা সকলেই এক কথায় মেনে নিয়েছেন।
এখন পর্যন্ত যা খবর তাতে আগুন নিয়ন্ত্রণে এলেও প্রবল ধোঁয়া ঢেকে রেখেছে ঘটনা স্থল। ফলে আগুনকে পুরোপুরি নেবানোর কাজ চালাতে সমস্যা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় এক্সট ফ্যান ব্যবহার করা হয়েছে। আর এই পাখার সাহায্যে ভিতর থেকে ধোঁয়া বের করে আনা সম্ভব ।
