Header Ads

১৯-এর নির্বাচনে সব বুথেই থাকছে ভিভিপ্যাট। ঘোষণা নির্বাচন কমিশনের।


নজরবন্দি ব্যুরোঃ আগামী নির্বাচনগুলিতে স্বচ্ছতা আনতে তৃণমূল-সহ ১৬টি রাজনৈতিক দল ব্যালট ফিরিয়ে আনারও দাবি জানায়
ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধীদের আস্থা পেতে আগামী নির্বাচনে ১০০ শতাংশ বুথে ভিভিপ্যাটের ব্যবস্থা করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআইকে জানান কমিশনের এক শীর্ষ আধিকারিক কীভাবে কাজ করে এই ভিভিপিএটি যন্ত্র? সংবাদ সংস্থা সূত্রে খবর, ভোটার যে দলের প্রতীকে ভোট দেবেন, তার একটি প্রিন্ট আউট ওই মেশিন থেকে বেরিয়ে ভোট বক্সে পড়বে ওই কাগজ ভোটদাতারা বাড়িতে নিয়ে যেতে পারবে না

বেশ কিছু জায়গায় পরীক্ষমূলকভাবে প্রয়োগ করা হয়েছে এই যন্ত্রটিকে ২০১৯-  লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলির আস্থা পেতে VVPAT প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার আগামী নির্বাচনে দেশের প্রতিটি বুথে ভিভিপিএটি প্রযুক্তি থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে


নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের সাধারণ নির্বাচনে প্রতিটি বুথে ভিভিপ্যাট (ভোটার ভেরিফায়াবল পেপার অডিট ট্রেইল) মেশিন বসানোর জন্য দেশীয় বিভিন্ন সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১৭.৪৫ লক্ষ মেশিন কেনা হবে 

Theme images by lishenjun. Powered by Blogger.