পরকীয়া আর অপরাধ নয়! জানিয়ে দিল শীর্ষ আদালত।
নজরবন্দি ব্যুরোঃ পরকীয়া আর অপরাধ নয়?হ্যাঁ ঠিক শুনেছেন আপনি। এই যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার সকালে দেশের শীর্ষ আদালত জানিয়েদিল, পরকীয়া আর ফৌজদারী অপরাধ নয়।
এতদিন ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারার বলে পরকীয়া ছিল অপরাধ। সেই ৪৯৭ ধারাকেই অসাংবিধানিক বলে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের।দেশের শীর্ষ আদালতের বক্তব্য, মহিলাদের মর্যাদা সবার উপরে। স্ত্রী স্বামীর সম্পত্তি নন। তাই বাতিল হল ১৫৭ বছরের পুরনো আইন।
