জ্যোতিপ্রিয়র গড়ে থাবা বিজেপি-র!
নজরবন্দি ব্যুরো: রাজ্যের খাদ্য-মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এলাকায় তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ভাঙন ধরিয়ে দিল গেরুয়া ব্রিগেড।
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে বিজেপিতে যোগ দিলেন প্রায় তিন শতাধিক সংখ্যালঘু-কর্মী। দলত্যাগীদের মধ্যে ছিলেন তৃণমূল ও সিপিআই(এম) এর কর্মীরা। সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসিয়ে স্বভাবতই খুশি বিজেপি নেতৃত্ব।
জানা গিয়েছে, সম্প্রতি বিজেপির তফসিলি মোর্চার ডাকে একটি জনসভার আয়োজন করা হয়। ওই সভাতে উপস্থিতি ছিলেন বিজেপির সংখ্যালঘু মুখ তথা একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে এলাকায় পরিচিত আইনজীবী নাজিয়া ইলাহি। ছিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তাঁদের উপস্থিতিতেই তিন শতাধিক কর্মী যোগ দিলেন বিজেপিতে। তাঁদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন জয় বন্দ্যোপাধ্যায়।
