ভারত বন্ধ এর প্রভাব পড়েছে সারা দেশে।
নজরবন্দি
ব্যুরোঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ১০ সেপ্টেম্বর 'ভারত বন্ধ' এর ডাক দিয়েছিল বাম-কংগ্রেস। সেই বন্ধ দিনের শুরুতেই অনেকটা সফল হল বলা যেতে পারে। কারণ বিভিন্ন রাজ্যে বন্ধে ভাল সাড়া মিলছে বলে খবর মিলেছে।
সকাল থেকেই রাস্তায় নেমে অবরোধে সামিল হয়েছেন বনধ সমর্থনকারীরা। বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে ট্রেন ও জাতীয় সড়ক অবরোধের জেরে ভোগান্তিতে সাধারণ মানুষ। কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশেও প্রভাব পড়েছে বনধের। তবে বড় কোন অশান্তির খবর মেলেনি।
বনধের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিহারে। অধিকাংশ জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ। বন্ধ রয়েছে স্কুলগুলি। আরজেডি, কংগ্রেস এবং জেডিইউ-এর সমর্থকরা রাস্তায় নেমেছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে রেল অবরোধ চলছে। যার জেরে কিছু দুরপাল্লার ট্রেন আটকে পড়েছে। অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানাতেও ব্যাপক প্রভাব পড়েছে বনধের।
বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমে সকাল থেকেই রাস্তায় নেমে মিছিল করছেন বাম সমর্থকরা। বন্ধের প্রভাব পড়েছে মোদীর রাজ্য গুজরাটেও। ওড়িশার ভুবনেশ্বরে বিশাল বাইক মিছিল করে কংগ্রেস। এছাড়া শহরের রাস্তায় বসে খবরের কাগজ পড়তে দেখা গিয়েছে কংগ্রেস নেতাদের। ভূবনেশ্বর স্টেশনেও ট্রেন আটকে বিক্ষোভ দেখান বন্ধ সমর্থকরা। কর্ণাটকে বন্ধ থাকবে স্কুলগুলি, এমনটা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। ওই রাজ্যে কংগ্রেস ও জোটসঙ্গী জেডিএস মিলিতভাবে বন্ধ পালন করছে।
Loading...

No comments