বনধের দিনেও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম!!
নজরবন্দি
ব্যুরোঃ যার জন্য বনধ, তারই দাম
বাড়ল বনধের দিনেও। বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় সোমবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ২২ পয়সা করে। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে লিটার পিছু যথাক্রমে ৮৩.৬১ এবং ৭৫.৬৮। যদিও নির্দিষ্ট রাজ্যে কর ভিন্ন হওয়ায় শহর অনুযায়ী এই দাম বৃদ্ধিও ভিন্ন।
দিল্লিতে এদিন পেট্রোলে বেড়েছে ২৩ পয়সা। দাম হয়েছে লিটার পিছু ৮০.৭৩ টাকা। ডিজেলে বেড়েছে লিটার পিছু ২২ পয়সা। দাম হয়েছে লিটার পিছু ৭২.৮৩ টাকা। অন্যদিকে, মুম্বইয়ে পেট্রোলে বেড়েছে ২৩ পয়সা। দাম হয়েছে লিটার পিছু ৮৮.১২ টাকা। ডিজেলেও বেড়েছে ২৩ পয়সা।
দাম হয়েছে লিটার পিছু ৭৭.৩২ টাকা। গত ১ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় পেট্রোলে বেড়েছে ১.৬৭ টাকা এবং ডিজেলে বেড়েছে ২.০৯ টাকা। এরই মধ্যে দুদিন আগে , সিএনজির দাম বেড়েছে কেজি পিছু সাতটাকা। ৬১ টাকা থেকে যা বেড়ে হয়েছে ৬৭ টাকা। একবছরে সিএনজির দাম বাড়ল প্রায় ১২ টাকা।
Loading...

No comments