ভ্যাট কমায় রাজস্থান রাজ্যে কমল পেট্রোল-ডিজেলের দাম! পশ্চিমবঙ্গে কবে ?
নজরবন্দি ব্যুরো: রাজস্থান সরকার পেট্রোল ও ডিজেলের ওপর ভ্যাট ৪ শতাংশ করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই কথা জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।
জানা গিয়েছে, সোমবার ভোর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। দেশে এই মুহূর্তে মুম্বাইয়ে পেট্রোলের ওপর ভ্যাট সর্বাধিক। ৩৯.১২ শতাংশ। রাজস্থান সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার পর পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে পেট্রোপণ্যের ওপর ভ্যাট কমানোর দাবি জোরদার হচ্ছে।
রাজস্থানে আগে পেট্রোলের ওপর ভ্যাট ছিল ৩০ শতাংশ। যা কমে হয়েছে ২৬ শতাংশ। ডিজেলের ওপর ভ্যাট ছিল ২২ শতাংশ। যা কমে হয়েছে ১৮ শতাংশ।

No comments