Header Ads

আবার আগুন শহরে, এবার ভবানীপুরে। দমকলের দুটি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে আগুন।


নজরবন্দি ব্যুরোঃ ভবানীপুরের যদুবাবুর বাজারের কাছে একটি মিষ্টির দোকানের গোডাউনে আগুন লাগে এমনিতেই ভবানীপুরের এই এলাকা ঘিঞ্জি বাড়িগুলির মধ্যে ফাঁকও কম ফলে মিষ্টির গোডাউনে আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ে আতঙ্ক

তীব্র কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা ভবনের জানলা দিয়েও আগুনের শিখা বেরিয়ে আসতে থাকে তবে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দমকলও একঘন্টার চেষ্টায় দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু কীভাবে এই বিশাল কারখানার '‌তলায় আগুন লেগে গেল তা এখনও বুঝতে পারেনি প্রশাসন

 
কারখানার কর্মীরা জানিয়েছেন, '‌তলায় মূলত মিষ্টি প্যাকিং সাজানোর জন্য জিনিসপত্র রাখা থাকতো সেগুলির বেশিরভাগই দাহ্য কারণ সেগুলি তৈরি প্লাস্টিকের সেই কারণেই ওই তলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল তবে দমকল বাহিনীর তত্পরতার কারণে আগুন বেশি ছড়িয়ে পড়তে পারেনি 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.