অগ্নিকাণ্ডের পর থেকেই বাগরি মার্কেটের মালিক বেপাত্তা। বাড়ি গিয়ে পেলনা পুলিশ!
নজরবন্দি
ব্যুরোঃ কোথায় রাধা বাগরি? বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর থেকেই বাগরি মার্কেটের মালিক রাধা বাগরির কোনও খোঁজ নেই। বালিগঞ্জ প্লেসে তাঁর বিশাল বাড়িতে ঘুরে গেছে পুলিস।
কিন্তু রাধা বাগরির খোঁজ মেলেনি।বারবার বলা সত্ত্বেও অগ্নি নির্বাপন ব্যবস্থার তোয়াক্কা করেননি বাগরি মার্কেটের মালিকরা। জুলাই মাসে মেয়রের সঙ্গে বৈঠকে তাঁদের সতর্ক করে ট্রেড লাইসেন্স দেওয়া হয়। ফায়ার লাইসেন্স ছাড়াই দেওয়া হয় এই লাইসেন্স। যথোপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা তৈরি করে ফায়ার লাইসেন্স নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় বাগরিদের।

No comments