বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি নেত্রীর সাথে সহবাস! গ্রেফতার আরএসএস নেতা অমলেন্দু চট্টোপাধ্যায়।
নজরবন্দি ব্যুরোঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি নেত্রীর সঙ্গে সহবাস ও ধর্ষণের অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার আরএসএস নেতা অমলেন্দু চট্টোপাধ্যায়।
সোমবার দিল্লির করোল বাগ থানা এলাকার দেশবন্ধু নগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের একটি বিশেষ দল। গ্রেফতারের পরেই তাঁকে কলকাতায় আনতে ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন করে কলকাতা পুলিশ।
জেপি নেত্রীর অভিযোগ, আরএসএস-এর প্রচারক অমলেন্দু চট্টোপাধ্যায় ২০১৪ থেকে পূর্ব পরিচয়ের সুযোগ নিয়ে তাঁর ফ্ল্যাটে আসতে শুরু করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার সহবাস ও শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন আরএসএস নেতা অমলেন্দু চট্টোপাধ্যায়। এর জেরে তিনি তিনবার গর্ভপাত করাতেও বাধ্য হন বলে দাবি করেছেন ওই নেত্রী। বিজেপি কিংবা আরএসএস-এর কাজে দুজনে একইসঙ্গে রাজ্য কিংবা রাজ্যের বাইরেও যেতেন বলে দাবি করেছেন ওই বিজেপি নেত্রী।

No comments