এবার ওয়েব সিরিজে পাওলি দাম। মুক্তি পুজর পরই।
নজরবন্দি ব্যুরোঃ টলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, বেশ বড় মাপের ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে পাওলিকে।চলতি বছর একটি জাতীয় ওয়েব পোর্টাল লঞ্চ করা হয়। যেখানে এখন দারুণ চলছে 'করণজিত্ কউর', সানি লিওনের বায়োপিক।
সেখানেই নতুন কাহিনি নিয়ে আসছেন পাওলি। জানা গেছে, টলিউডসহ বলিউডের পরিচিত মুখ পাওলিকে বেছে নেওয়া হয়েছে এই সিরিজের জন্য। যদিও ওয়েব সিরিজের মূল গল্প হবে বাংলায়। কিন্তু ভার্বিং হবে আরো পাঁচটি ভাষায়। তবে চমকের এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, ইতিমধ্যে নাকি ১৫ দিন শুটিং করে ফেলেছেন পাওলি। তা-ও আবার কলকাতা শহরের তারাতলা খিদিরপুরের মতো লোকেশনে। কিন্তু টের পায়নি কাকপক্ষীও।
কিন্তু এ তো গেল পাওলির ওয়েব সিরিজে অভিনয়ের খবর। কিন্তু সিরিজের গল্প কি? কাহিনির স্বাদ থ্রিলার। যেখানে এক নিম্ন মধ্যবিত্ত সিঙ্গল মাদারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পাওলিকে। চিত্রনাট্যটি একদিনের। নাম 'কালী'। পূজার কিছুদিন পরেই ওয়েবের পর্দায় মুক্তি পাবে 'কালী'।

No comments