"লিগ জয়ের আনন্দ কালিমালিপ্ত হয়ে গেল টুটু বসুর মন্তব্যে!" আক্ষেপ বাগান সমর্থকদের।
রানা মিত্রঃ ২০০৯ এর পর আবার কলকাতা লিগ জিতে নিল মোহনবাগান l আট বছরের অপ্রাপ্তি মিটলো হেনরি কিসেক্কার পায়ে ভর করে,আজ তার করা জোড়া গোলেই কাস্টমস কে ২-০গোলে হারিয়ে খেতাব ঘরে তুলল সবুজমেরুন শিবির l
প্রথমার্ধেই হেনরি দু গোল করে ফেলেন,প্রথমে ম্যাচের ৪ মিনিটের মাথায় অরিজিত বাগুয়ের পাস থেকে গোল করেন l দ্বিতীয় গোল আসে ৪৪ মিনিটের মাথায়,এবার হেনরি ডিকার থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় বল জালে রাখেন l দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ পেলেও আর গোল করতে পারেনি ডিকা-আজহারউদ্দিনরা l
এদিকে মোহনবাগানের ২৯ তম লিগ জয়ের দিনে বিতর্কিত মন্তব্য করে বসেন তাদের সভাপতি টুটু বসু,লিগ সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক তার কাছে লিগ জয়ের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে বলেন "সাত বছর মেয়ে হচ্ছিল,হঠাৎ ছেলে হলে যেমন লাগে l" টুটু বসুর এই বক্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে খোদ মোহনবাগান সমর্থকদের ওয়ালে। এক সমর্থকের কথায় "আজকের আনন্দের দিন কালিমালিপ্ত হয়ে গেল টুটু বসুর মন্তব্যে!"
প্রথমার্ধেই হেনরি দু গোল করে ফেলেন,প্রথমে ম্যাচের ৪ মিনিটের মাথায় অরিজিত বাগুয়ের পাস থেকে গোল করেন l দ্বিতীয় গোল আসে ৪৪ মিনিটের মাথায়,এবার হেনরি ডিকার থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় বল জালে রাখেন l দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ পেলেও আর গোল করতে পারেনি ডিকা-আজহারউদ্দিনরা l
এদিকে মোহনবাগানের ২৯ তম লিগ জয়ের দিনে বিতর্কিত মন্তব্য করে বসেন তাদের সভাপতি টুটু বসু,লিগ সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক তার কাছে লিগ জয়ের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে বলেন "সাত বছর মেয়ে হচ্ছিল,হঠাৎ ছেলে হলে যেমন লাগে l" টুটু বসুর এই বক্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে খোদ মোহনবাগান সমর্থকদের ওয়ালে। এক সমর্থকের কথায় "আজকের আনন্দের দিন কালিমালিপ্ত হয়ে গেল টুটু বসুর মন্তব্যে!"

No comments