চরমপন্থার পক্ষে প্রচারণামুলক পোস্ট সরিয়ে নিতে হবে গুগল, ফেসবুক এবং টুইটারকে।হুমকি প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ ইয়ংকারের।
নজরবন্দি ব্যুরোঃ চরমপন্থার পক্ষে প্রচারণামুলক পোস্ট এক ঘন্টার মধ্যে সরিয়ে নিতে হবে
গুগল, ফেসবুক এবং টুইটারকে।এই হুমকি দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ ইয়ংকার।না হলে তাঁদের দিতে হবে বিশাল পরিমান টাকা।এদিন পার্লামেন্টে দেয়া তার ভাষণে বলেন, "এক ঘন্টার মধ্যেই এদের সিদ্ধান্ত নিতে হবে তারা কী করবে। "ইউরোপীয় কমিশনের কর্মকর্তারা বলছেন, তারপর এসব কোম্পানির পক্ষ থেকে খুব সামান্য ব্যবস্থাই নেয়া হয়েছে। ইউরোপীয় কমিশন বলেছে, কোন কর্তৃপক্ষ যদি মনে করেন যে ফেসবুক, টুইটার বা ইউটিউবে ছড়িয়ে দেয়া কোন পোস্ট চরমপন্থার প্রচারণা চালাচ্ছে, তাহলে সেই পোস্ট এক ঘন্টার মধ্যে মুছে ফেলতে হবে। নইলে এই প্রযুক্তি
কোম্পানিগুলোকে তাদের বার্ষিক টার্নওভারের চার শতাংশ পর্যন্ত জরিমানা করা হবে। ইউরোপীয় কমিশনের এই প্রস্তাবের জবাবে ফেসবুক বলেছে, "সন্ত্রাসবাদের কোন স্থান ফেসবুকে নেই। ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের যে লক্ষ্য ঠিক করেছে, তার সঙ্গে আছে ফেসবুক। একমাত্র সব কোম্পানি, সিভিল সোসাইটি এবং প্রতিষ্ঠান মিলে এর বিরুদ্ধে লড়াই করলেই এই লক্ষ্য অর্জন করা যাবে বলে মনে করে ফেসবুক।"

No comments