পাকিস্তান কে ৩-১ গোলে হারিয়ে সাফ কাপ ফুটবলের ফাইনালে ভারত।
নজরবন্দি ব্যুরোঃ আজ বাংলাদেশে অনুষ্ঠিত সাফ কাপ ফুটবলে সেমিফাইনালে ভারত ৩-১ গোলে হারালো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান কে ।
মানবীর সিংহ ভারতের হয়ে দুটি গোল করেন এবং তৃতীয় গোলটি করেন ভারতের হয়ে সুমিত পাসি । ভারতের কোচ স্টিফেন কনস্টান্টাইন বলেন এই জয় ১০০%দল গত প্রচেষ্টার ফসল । ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী টুইট করে ভারতীয় দলের প্রসংশা করেন ,যাতে তারা ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারে ।পাকিস্তানের হয়ে প্রথম গোলটি করেন তাদের খেলোয়াড় হাসান এবং ভারত এই টুর্নামেন্টে প্রথম গোল খেলো ।

No comments