Header Ads

অসমে দলীয় কার্যালয় উদ্বোধন করতে যাচ্ছেন ফিরাদ।


নজরবন্দি ব্যুরোঃ নাগরিকপঞ্জি নিয়ে বিজেপি- ওপর আরও চাপ সৃষ্টি করতে অসম থেকেই কেন্দ্রের বিরুদ্ধে আরও জোরদার আন্দোলন করতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ তাঁর নির্দেশে অসম যাচ্ছেন রাজ্যের মন্ত্রী অসমের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম
এদিনই গুয়াহাটিতে তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন তিনি দুপুর ২টোয় এই অনুষ্ঠান ১২টা৪০-‌এর বিমানে তিনি গুয়াহাটি যাচ্ছেন এছাড়া বরপেটা, করিমগঞ্জ থেকে তৃণমূলের কর্মীরা আসবেন সব জেলার নেতাকে ডাকা হয়েছে নাগরিকপঞ্জি নিয়ে তাঁরা কী ভাবছেন, পরবর্তী কর্মসূচি কী হবে, এইসব নিয়ে ফিরহাদ বিস্তারিত আলোচনা করবেন 

পাশাপাশি নাগরিকপঞ্জি নিয়ে বাংলায় আন্দোলন চলবে বুধবার মহাকরণে ফিরহাদ হাকিম জানান, '‌তৃণমূলের প্রতি সমর্থন ক্রমশই বাড়ছে লোকজন মমতার কথা শুনে তৃণমূল করতে আসছেন'‌
Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.