৮ বছরের খরা কাটিয়ে কলকাতা ফুটবল লিগ সবুজ-মেরুনের।
নজরবন্দি ব্যুরোঃ আজ মোহনবাগান মাঠে কলকাতা ফুটবল লিগে মোহন বাগান তার শেষের আগের ম্যাচে কলকাতা কাস্টমস কে ২-০ গোলে হারিয়ে ৯ বছর পরে কলকাতা ফুটবল লিগে জয়ীর খেতাব অর্জন করলো ।
কোচ হিসাবে প্রথম সাফল্য তুলে নিলেন শঙ্করলাল চক্রবর্তী ডার্বি তে ড্র এবং মোহামেডানের কাছে ইস্টবেঙ্গলের হারের পরে লীগ জয়ের রাস্তা সুগম হয়ে গিয়েছিলো ,আজ মোহনবাগানের হয়ে প্রথম অর্ধেই জোড়া গোল করেন স্ট্রাইকার হেনরি ।তার পরেই সারা মাঠ জুড়ে শুরু হয়ে যায় উৎসব ।

No comments